ঘরে থাকি ঘরেই পড়ি; করোনা থেকে দূরে থাকি

Live Class in Zoom
Zoom ID: 8134836770
Password: 123456

Sunday, September 27, 2020

 

                            আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়

তৃতীয় শ্রেণি

মাসিক পরীক্ষা-১

বিষয়: বাংলা

 

পূর্ণমান-৪০                                                                                  সময়: ১ঘণ্টা

 

তারিখ: 27.09.20

 

1.       নিচের শব্দগুলোর অর্থ লেখ:  ১×5=5

আদর্শ, চেতনা, ব্যায়াম, পটুয়া, গোধূলি।

 

2.      নিচের যুক্তবর্ণগুলো ভেঙ্গে শব্দ গঠন কর এবং সৃষ্ট শব্দ দিয়ে বাক্য রচনা কর:  ২×৫=১০

কৃ,ঙ্গ,স্ত.ল্প,দ্ধ।

 

3.      নিচের ক্রিয়াপদগুলোর চলিতরূপ লেখ:  ১×৫=৫

    হইবে, রহিয়াছে, হইয়াছেন, শিখাইয়াছেন, উড়িতেছে।

 

4.       নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লেখ:   ১×৫=৫

     শরীর, ছেলে, কৃষক, খবর, বন।

 

5.      নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ:  ১×৫=৫

    রাজা,কল্যাণ,দেশ,নতুন,জন্ম।

 

6.      নিচে কিছু শব্দ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণকর: ১×৫=৫

     আদর্শ, দানব, নকশা, গোধূলি, চাল, কল্যাণ।

     (ক) আমরা দেশের...............করতে চাই।

     (খ) ছবিতে ফুলপাতার...............আঁকা হয়েছে।

     (গ)আমাদের.................মানুষ হতে হবে।

     (ঘ)................বেলায় আকাশ নানা রঙে রঙিন হয়ে উঠে।

     (ঙ) খারাপ কাজ করে মানুষও.................হয়ে উঠে।

 

7.      নিচের অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি কর (কে,কী,কোথায়,কখন,কীভাবে,কেন দিয়ে):  ১×৫=৫

    ১৯৭১ সাল।মুক্তিযুদ্ধের বছর।পাকিস্তানি সেনাশাসক ইয়াহিয়া ক্ষমতায়।তার হুকুমেই বাংলাদেশে নির্মম গণহত্যা হয়।

    তার চেহারাকে দানবের মতো করে আঁকলেন তিনি।বাংলাদেশের মানুষ আবার তাঁকে নতুনভাবে জানতে পারল।ইনি

    সেই শিল্পী কামরুল হাসান।বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি।তাঁর জন্ম কোলকাতায়।বাড়ি

    বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে।বাবার নাম মোহাম্মদ হাশিম।মায়ের নাম আলিয়া খাতুন। 

           

 

No comments:

Post a Comment