সুপ্রিয় ৫ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, তোমদের বাড়ির পড়ার উপর ভিত্তি করে মাঝেমধ্যে কিছু আইটেমের পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে। তোমরা বাসায় বসে অভিভাবকের তত্ত্বাবধানে পরীক্ষাগুলো দিবে।
মূল্যায়ন পরীক্ষা-১
শ্রেণি:৫ম
বিষয়:বাংলা
পূর্ণমান-৩০
সময়:৪০মিনিট
পরীক্ষার তারিখ-২৩/০৬/২০২০খ্রি:
১.নিচের যুক্তবর্ণগুলো ভেঙ্গে দেখাও এবং একটি করে শব্দ তৈরি কর এবং তৈরিকৃত শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা কর (যে কোনো ৫টি ) : ২×৫=১০
স্থ, জ্ঞ, দৃ, স্ট, ত্র, স্ন, র্শ ।
২.নিচের ক্রিয়াপদগুলোর অতীত,বর্তমান ও ভবিষ্যৎ রূপ লিখ (৫টি):- ১×৫=৫
দেখা, করা, আসা, হাসা, ফোটা, পাওয়া, বলা ।
৩.নিচের শব্দগুলোর ১টি করে সমার্থক শব্দ লেখ (৫টি):- ১×৫=৫
জল, পথিক, বৃদ্ধ, পৃথিবী, সূর্য, মাটি, নদী ।
৪. নিচের শব্দগুলোর ১টি করে বিপরীত শব্দ লিখ (৫টি):- ১×৫=৫
বৃদ্ধ, ভুল, কষ্ট, নোংরা, হতভাগা, নরম, প্রাচীন ।
৫. অনুচ্ছেদটি উত্তরপত্রে লিখে বিরামচিহ্ন বসাও :- ৫
গেরস্তর বাড়ি দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চ্যাঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে পথেও লোকজন দেখছি নে
No comments:
Post a Comment